স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির কর্মকর্তারা ভেঙে পড়া নাসির হোসেনকে স্বান্তনা দেন। কিন্তু এখন কে দেবে নাসির হোসেনকে সান্ত্বনা?
জাতীয় দলে অনেক ম্যাচে জয়ের নায়ক নাসির হোসেন। জিম্বাবুয়ে সিরিজ তার জন্য কেবল কষ্টের আর কষ্টের। মাঠে নামার জন্য পুরোপুরি ফিট নাসির হোসেন।
নাসির হোসেনকে বাদ দিয়ে প্রথম দুটি টি-টোয়েন্টির পর শেষ দুটি টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করে বিসিবি। বিসিবির সিদ্ধান্তেই আঘাতটা পেয়ে যান নাসির হোসেন।
স্কোয়াডে রাখা হয়নি নাসির হোসেনকে। শুরুতে বিসিবির কর্মকর্তারা বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য নাসিরকে দলের বাইরে রাখা হয়েছে। ওকে আমরা এজন্য বুঝিয়েছি।
এবার নতুনদের ক্রিকেট দেখার জন্য দলে নেয়া হয়নি নাসির হোসেনকে। রনি তালুকদারকে নেয়া হবে একাদশে। এছাড়া সম্প্রতি জাতীয় লিগে ভালো করতে পারেননি নাসির। নাসিরের দলে না থাকার আসল রহস্য এটাই।
প্রসঙ্গত, নাসির হোসেনের দলে সুযোগ পাওয়াটা আসলেই বেশ কঠিন হবে। দলের নতুন মুখরা রান পাচ্ছে। অল রাউন্ডাররাও সাফল্য পাচ্ছে। তবে বিশ্বকাপের স্কোয়াডে নাসিরের দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর