সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১২:৪১:৩৫

শেহজাদের কাধে আফ্রিদির কামড়!

শেহজাদের কাধে আফ্রিদির কামড়!

স্পোর্টস ডেস্ক: ব্যাট কিংবা বল দুই ক্ষেত্রেই সমান তালে পারদর্শী পাকিস্তান জাতীয় টি২০ দলের অধিনায়ক শহীদ খান আফ্রিদি। এক কথায় বলতে হয় দলের নির্ভরশীলতার প্রতিক তিনি। বিস্ফোরক ব্যাটিংয়ের ক্ষেত্রে তার জুড়ি নেই।

খেলার মাঠের ন্যায় ব্যাক্তি জীবনেও ভালো পারফরম্যান্সের অধিকারী আফ্রিদি।

এই তো গেল বছরের বিশ্বকাপে দুষ্টামি করতে গিয়ে কামড়েই দিলেন সতীর্থ আহমেদ শেহজাদকে! ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৭৬ রানে পরাজিত হয়ে বিদায় নেয় পাকিস্তান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোল হয়ে দাঁড়িয়ে ছিলেন সবাই।

সেখানে আচমকা পেছন থেকে এসে শেহজাদের কাঁধে হালকা কামড় বসিয়ে দেন আফ্রিদি। কামড় খেয়ে চমকে উঠেন শেহজাদ। পেছন ফিরে আফ্রিদিকে দেখে হেসে দেন তিনি।

তবে এটি ‘ভালোবাসার কামড়’ বলে আখ্যায়িত হলেও এর আগে বল কামড়িয়ে আলোচনায় এসেছিলেন পাকিস্তান জাতীয় দলের এই অধিনায়ক।

১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে