স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শত বাঁধা সত্ত্বেও অকুতোভয় বীরের ন্যায় লড়ে যাচ্ছেন দিনের পর দিন। এ পর্যন্ত পায়ে সাতটি অপারেশনের পরও দেশের কথা বিবেচনা করে খেলে যাচ্ছেন তিনি।
এমন উথান-পতন এবং শত প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকার গল্প শোনাতে প্রস্তুত জাতীয় দলের এই অধিনায়ক।
সোমবার খুলনার এক স্থানীয় হোটেলে তাকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আমারও ইচ্ছে ও পরিকল্পনা আছে আত্মজীবনী লেখার। এখনও শুরু করিনি। শিগগিরই শুরু করবো। তবে তা বিক্রির উদ্দেশ্যে নয়।’
তিনি আরো বলেন, ‘আমি এমন কোনও সুপারস্টার হয়ে যাইনি যে আত্মজীবনী লিখতে হবে। তবে আমি জীবনে যে কঠিন মুহূর্ত দেখেছি তা পৃথিবীর অনেক বড় সুপারস্টারও দেখেনি। আমি চাই বাংলাদেশের উঠতি ক্রিকেটাররা বিষয়গুলো জানুক। তাহলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে।’
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর