স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া।
দলে ডাক পেয়েছেন দুই -নতুন মুখ ক্রিস লিন এবং অ্যান্ড্রু টাই। এছাড়া পেসার শন টেইট ও অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক). ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হেস্টিংস, শন মার্শ, ক্যামেরন বয়েস, নাথান লিঁও, ক্রিস লিন, ট্রাভিস হেড, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, স্কট বোল্যান্ড, শন টেইট।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর