সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৩:৩৩:৩৭

তরুণদের পেছনে ফেলে ম্যারাথন দৌড়ে ১০৪ বছরের বৃদ্ধ

তরুণদের পেছনে ফেলে ম্যারাথন দৌড়ে ১০৪ বছরের বৃদ্ধ

স্পোর্টস ডেস্ক : বয়স তার ধারে-কাছেও ভিড়তে পারে না।  ১০৪ বছর বয়সে হাসতে হাসতে ম্যারাথন দৌঁড়ান ফৌজা সিং।  তরুণ তুর্কিদের পেছনে ফেলে দিব্যি গটগটিয়ে এগিয়ে চললেন পাঞ্জাবের এই বৃদ্ধ।

 

রোববার জীবনের দ্বিতীয় মুম্বাই ম্যারাথনে অংশ নেন টারবেন্ড টরনেডো নামে পরিচিত ফৌজা সিং।  ৮০ পেরনোর পরই তার লম্বা দূরত্বে দৌড়ানো শুরু। তার বয়স যখন ৮৯, ৬ ঘণ্টা ৫৪ মিনিটে ২৬.২ মাইল ম্যারাথন দৌড় শেষ করেন টারবেন্ড টরনেডো।

 

২০১২ সালে তিনি প্রথম দৌড়ান লন্ডন ম্যারাথনে।  সেঞ্চুরি পার করা মানুষটি এ বয়সে দৌড়েছিলেন ২০ কিলোমিটার।  নাথিং ইস ইম্পসিবল- এ বিজ্ঞাপনী প্রচারের জন্য লন্ডন অধিবাসী পাঞ্জাব দা পুত্তর ফৌজা সিংয়ের সঙ্গে চুক্তি করেছিল নামি একটি কোম্পানি।

 

এখন তার বয়স ১০৪।  তাতে কী? মুম্বাই ম্যারাথনে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি।  ম্যারাথনে অংশ নিতে পেরে আমি খুব খুশি।  যারা এর আয়োজক তাদের ধন্যবাদ জানাই।

 

বিশ্বের সবচেয়ে প্রবীণ ম্যারাথন দৌড়বীর নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে চান সব বয়সের মানুষের।

১৮জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে