স্পোর্টস ডেস্ক: মাশরাফির নেতৃত্বে স্বপ্নময় একটি বছর পার করলো বাংলাদেশ ক্রিকেট টিম। অতিথি জিম্বাবুয়ের নেতৃত্বে জয় দিয়ে নতুন বছরেও সাফল্য পাচ্ছে বাংলাদেশ। এসবই মূল ব্যাক্তি মাশরাফির যোগ্য নেতৃত্ব। আর তাই তিনি সতীর্থদের নয়নের মনি।
সম্প্রতি অধিনায়ক ও প্রিয় মাশরাফিকে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের ভবিষ্যত সম্ভাব্য অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি মাশরাফি সর্ম্পকে এক মজার তথ্য প্রকাশ করেন। বলেন,মাশরাফি ভাইকে নিয়ে যতই বলি মনে হয় কম। আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। উনি যখন প্রথম ২০০৯ সালে অধিনায়ক হলেন, আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছিলাম। এয়ারপোর্টে মাশরাফি ভাই আমাদের সবাইকে একটা খাম দিয়েছিলেন। অনেক অনুপ্রেরণার কথা ছিল ওই লেখায়। কার কাছে কেমন ছিল ওই লেখাটা আমি জানি না তবে আমার জন্য অনেক অুনপ্রেরণার ছিল। এর জন্য কখনো মাশরাফি ভাইকে ধন্যবাদ দেয়া হয়নি। আজ ধন্যবাদ জানাচ্ছি উনাকে।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর