মঙ্গলবার, ০৭ জুন, ২০২২, ০১:১৮:৪৭

রানের দরকার পড়লেই ওরা আউট হয়ে যায়: কপিলের বিরক্তি

রানের দরকার পড়লেই ওরা আউট হয়ে যায়: কপিলের বিরক্তি

স্পোর্টস ডেস্ক: ভারতের তিন তারকার পারফরম্যান্স নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন কপিল দেব। বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়কের দাবি, দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়েই ভাল পারফর্ম করতে পারেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল।

কপিল দেবের মতে, এই তিন ব্যাটারেরই দুর্দান্ত পারফর্ম করার ক্ষমতা আছে। ১৫০-১৬০ স্ট্রাইক রেটে ব্যাট করতেই পারেন কিন্তু তেমনটা চোখে পড়ছে না। বড় রান করার আগেই আউট হচ্ছেন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেব মনে করছেন, আরও নির্ভীক ভাবে তাদের খেলতে হবে।

তিনি বলেন, “ব্যাটার হিসেবে ওদের থেকে অনেকখানি প্রত্যাশা থাকে। আর সেই চাপটাই ওদের পারফরম্যান্সে প্রভাব ফেলে কিন্তু আমার মনে হয় এতো কিছু চিন্তা না করে ওদের নির্ভীক হয়ে খেলতে হবে। ১৫০-১৬০ স্ট্রাইক রেটে খেলতেই পারে ওরা।”

খানিকটা বিরক্তি প্রকাশ করেই কপিল বলেন, “কিন্তু দলের জন্য রানের দরকার পড়লেই ওরা আউট হয়ে যায়। দায়িত্ব নিয়ে ইনিংস খেলতে গিয়েই চাপ নিয়ে ফেলে। তাতেই আউট হয়।” কপিলের পরামর্শ, অ্যাঙ্কর অথবা স্ট্রাইকার হিসেবে খেলতে হবে রোহিত-কোহলি-রাহুলদের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে