স্পোর্টস ডেস্ক: অসংলগ্ন জীবন-যাপনের জন্য জাতীয় ফুটবল দলের উইঙ্গার জাহিদ হোসেনকে বহিষ্কার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামার আগেই তাকে বাদ দেয়া হয়।
আর তাকে বাদ দেয়ার কারণ অনুসন্ধানে বের হয়ে এসেছে চোখ ধাধাঁনো তথ্য।
টিম সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে দুইটায় মদ খেয়ে টিম হোটেলে ফেরেন জাহিদ। সঙ্গে ছিলেন তার ‘বান্ধবী। বৃহস্পতিবার সকালে ঘটনা জানাজানি হলে জাহিদকে ক্যাম্প ছাড়তে নির্দেশ দেয়া হয়।
গোল্ডকাপ শেষ হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর