সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৭:২৩

মাশরাফিকে ছুঁয়ে দেখতে প্রতিবন্ধী শিক্ষার্থীর অবাক কাণ্ড

মাশরাফিকে ছুঁয়ে দেখতে প্রতিবন্ধী শিক্ষার্থীর অবাক কাণ্ড

স্পোর্টস ডেস্ক: সোমবার খুলনার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে লিখিত বই ‘মাশরাফি’র মোড়ক উম্মোচন হলো হলো।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ ও মাশরাফির সতীর্থরা।

অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে ছিল টানটান উত্তেজনা। এই টানটান উত্তেজনাকর পরিস্থিতিকে ছোট্ট একটি ঘটনা সবার মনে নাড়া দেয়। বরং সবাই অবাক হয়েছে অনু্ষ্ঠানে উপস্থিত এক প্রতিবন্ধী শিক্ষার্থীর একটি ঘটনায়।

ঘটনার শুরুটা হয় এভাবে। ওই প্রতিবন্ধী শিক্ষার্থী সঞ্চালকের কাছ থেকে অনুমতি চান মাশরাফির সঙ্গে একটু কথা বলবে বলে।মাশরাফির সঙ্গে কথা বলার অনুমতি না থাকা সত্ত্বেও পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তাকে অনুমতি দেন উক্ত সঞ্চালক।

তখন সে মাশরাফিকে উদ্দেশ্য করে বললেন, ‘বইয়ের পর নড়াইল এক্সপ্রেসকে নিয়ে ফিল্ম বানাতে চাইলে তার (মাশরাফির) কাছ থেকে সাহায্য পাব কি না? আর মাশরাফি স্যার, আপনাকে ছুঁয়ে দেখতে চাই। আমি কখনো নক্ষত্র ছুঁয়ে দেখিনি।’

প্রশ্ন দেখেই বোঝা গেল তাসনিমের কাছে অধিনায়ক মাশরাফি নক্ষত্রই নয়, এরচেয়ে অনেক বড় কিছু।

সবার দৃষ্টিটা ততক্ষণে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন জন্মগতভাবে শারিরিক প্রতিবন্ধী তাসনিম। মাশরাফিও ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে মঞ্চে ডাকলেন। মঞ্চে ডাকা হলে তার খুড়িয়ে খুড়িয়ে যাওয়ার দৃশ্য যেন তার আবেগের কথাই বলে দিচ্ছিল। আর কিছুক্ষনের জন্য তাসনিমও যেন ভুলে গেলেন তার ডান পায়ের সমস্যার কথা। মাশরাফিকে ছোঁয়ার সুযোগ পেয়ে ভোঁ দৌড়।

১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে