স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান ক্রিকেট দলের হার্ডহিটার ব্যাটসম্যান যুবরাজ সিংহের গড়া স্কোরে এবার ভাগ বসালেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।
সোমবার অ্যাডিলেড স্ট্রাইকাসের্র বিপক্ষে ম্যাচে মেলবোর্ন রেনেগাদেসের হয়ে ১২ বলে অর্ধশতক তুলে নেন তিনি।
১২ বলে অর্ধশতক পূরণের পথে গেইল ৭টি ছয় ও ১টি চার মারেন।
প্রসঙ্গত, যুবরাজ সিংহ ১২ বলে ফিফটির রেকর্ডটি গড়েছিলেন ২০০৭ সালে।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর