স্পোর্টস ডেস্ক : একই ওভারে ডান ও বাঁ হাতে বল করে তাক লাগান যিনি, তিনি হলেনবিদর্ভের অলরাউন্ডার অক্ষয় কার্নেওয়ার। ডান-বাঁ দুটো হাতে একবারে সমান দক্ষতার সঙ্গে ব্যবহার করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেন তিনি।
অক্ষয় কার্নেওয়ার বাঁ হাতে ব্যাট করেন, কিন্তু বল করতে পারেন দু'হাতেই। ফিল্ডিংয়ের সময়ও প্রয়োজনমত বাঁ-ডান হাতে বল থ্রো করেন। সেই অক্ষয় বিজয় হাজারে ট্রফিতে একই ওভারে একবার ডান হাতে, এরপর বাঁ হাতে বল করে সাড়া ফেলে দিলেন।
ম্যাচের ১৫তম ওভারে বরোদার বিরুদ্ধে প্রথম বলটা ডান হাতে করেন অক্ষয়। এর পরের বলটা বাঁ হাতে করেন অক্ষয়। এ বলে এক রান নেন ব্যাটসম্যান। এভাবে দু'হাতে বল করতে দেখে দর্শক ও ধারাভাষ্যকাররাও হতবাক হয়ে যান।
ওভারের চতুর্থ বলটা বাঁ হাতে করেন অক্ষয়। ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া সুইপ করতে গিয়ে ক্যাচ তোলেন। কিন্তু এবারো ফিল্ডার তা তালুবন্দী করতে ব্যর্থ হন।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম