সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৮:১৭:৪৫

বার্সার বিপক্ষে বিলবাও ১০ জন নিয়ে খেললো ৮৭ মিনিট

বার্সার বিপক্ষে বিলবাও ১০ জন নিয়ে খেললো ৮৭ মিনিট

স্পোর্টস ডেস্ক: বর্তমান ক্লাব ফুটবলের অন্যতম শক্তিশালী দল বার্সেলোনা। যে দলে খেলে থাকেন বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় ক্ষুদে যাদুকর লিউনেল মেসি। পাশাপাশি খেলে থাকেন ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমার। আরও আছে অন্যতম সেরা স্টাইকার সুয়ারেজ। এই দলের বিপক্ষে কোন দল ৮৭ মিনিট পর্যন্ত যদি ১০জন নিয়ে খেলে, তাহলে ম্যাচের রেজাল্ট যা হবার তাই’ই হয়েছে।

গতরাতে অ্যাথলেটিক বিলবাওকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

খেলা শুরুতেই বিলবাও গোলরক্ষক লালকার্ড দেখায় একজন কম নিয়ে খেলা শুরু করলে নিজেদের স্বাভাবিক খেলার ছন্দটা হারিয়ে ফেলে বিলবাও। তবে বিশাল ব্যবধানের এই জয়ে যে মানুষটার উচ্ছ্বসিত হওয়ার কথা, সেই বার্সা কোচ হোসে বার্তেমেউই যেন সবচেয়ে ব্যথা পেয়েছেন। তবে শুধু এই ম্যাচ নিয়ে নয়, তিনি লাল কার্ড এবং পেনাল্টির ‘ডাবল’ শাস্তি নিয়েই নাখোশ। ম্যাচে উত্তেজনা ‘খুন’ করে ফেলার এই নিয়মটা নিয়ে ভেবে দেখার সময় এসেছে বলে মনে করেন তিনি।

তিনি বলেছেন, এ ধরনের ঘটনায় দর্শকদের বঞ্চিত করে। বার্তেমেউয়ের মতে, ‘একই সঙ্গে একটি পেনাল্টির পাশাপাশি একটি লাল কার্ডের নিয়মটা ফুটবলের রোমাঞ্চের স্বার্থেই বদলানো উচিত। এটা বাড়াবাড়ি ধরনের দ্বিগুণ শাস্তি। আজকের (গতকাল) খেলাতেও যে এর প্রভাব পড়েছে, সেটা তো স্পষ্টই। ৮৭ মিনিট একজনকে কম নিয়ে খেলা খুবই কঠিন একটা কাজ।’

গোলরক্ষককে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার সঙ্গে একটি পেনাল্টি দিয়ে দেওয়া একটু বাড়াবাড়িই, ‘দর্শকদের স্বার্থেই একই সঙ্গে লাল কার্ড আর পেনাল্টি দেওয়ার নিয়মটি পরিবর্তন করা উচিত। এটা বাড়াবাড়ি ধরনের শাস্তি।’
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে