স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠা হলো না বাংলাদেশের। আজ সেমিফাইনালে মামুনুলরা ১-০ গোলের ব্যবধানে বাহরাইনের কাছে পরাজিত হয়। আর এই পরাজয়ের মধ্যে দিয়ে ভেঙে গেল বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন।
সোমবার শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে শুরু হয় হাইভোল্টেজ ম্যাচটি। তবে শুরু থেকে বাংলাদেশ দারুণ খেললেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে বসে বাহরাইন। বাংলাদেশের গোলবারের বাঁ-প্রান্ত দিয়ে উঠে আসা বল স্বাগতিক গোলরক্ষক শহীদুল আলম নিজের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফলে, ফিরতি বলে হেড করেন আলহুজি। তাতেই বাংলাদেশের জালে বল জড়িয়ে যায়। বাহরাইন এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে মরিয়া বাংলাদেশ একাধিক সহজ সুযোগ মিস করে। ফলে কাঙ্ক্ষিত গোলে দেখা পাওয়া হয়নি। অন্যদিকে, বাহরাইন তাদের ব্যবধান বাড়াতে চাইলেও, আটকিয়ে যায় বাংলাদেশের কাছে। শেষপর্যন্ত আর কোন গোল করা সম্ভব হয়নি স্বাগতিক দলের পক্ষে। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাহরাইন।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল