স্পোর্টস ডেস্ক: ফিক্সিং কাণ্ড ক্রিকেটারদের যেন পিছুই ছাড়ছে না। পাকিস্তানের তিন তারকা মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও সালমান বাটের শাস্তির কথা ক্রিকেট বিশ্বকি এতো তাড়াতাড়ি ভুলতে পারবে? এই তিন তরকার কথা মনে থাকলে কোন ক্রিকেটার নিশ্চয় ফিক্সিংয়ে জড়ানোর দুঃসাহস দেখাবে না।
তবুও মানুষের স্বাভাবিক ধারণাকে উপেক্ষা করে ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছেন শ্রীলঙ্কার উদিয়মান তারকা ক্রিকেটার অজিত চান্ডিলা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) স্পট-ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এবার আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে রাজস্থান রয়্যালস। একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের হিকেন শাহকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বছরের জন্য।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সভাপতি শশাঙ্ক মনোহরের নেতৃত্বে তিন সদস্যের শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ২৪ ডিসেম্বর বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির সমানে সাক্ষ্য দেয় ষষ্ঠ আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত রাজস্থান রয়্যালসের এই দুই ক্রিকেটার। ২০১৩ ষষ্ঠ আইপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে রাজাস্থান রয়্যালেসর তিন ক্রিকেটার চান্ডিলা, শ্রিশান্ত এবং অঙ্কিত চহ্বাণকে মুম্বই থেকে গ্রেফতার করে পুলিশ।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল