শুক্রবার, ১৭ জুন, ২০২২, ০২:৪১:৩৯

এবার এক কঠিন বার্তা দিলেন সাকিব!

এবার এক কঠিন বার্তা দিলেন সাকিব!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে কুলীন ফরম্যাট টেস্টে সাধারণত ব্যাটাররা ধৈর্য্যের পরীক্ষা দিয়ে থাকে। বাইশ গজে কে কত বেশি সময় কাটাতে পারে, সেটা হয়ে যায় সেরা ব্যাটার নির্ণয়ের মানদণ্ড। অথচ এই টেস্ট ফরম্যাটের সাদা পোশাক গায়ে জড়াতে বাংলাদেশের ব্যাটাররা অধৈর্য্য হয়ে উঠে সবচেয়ে বেশি।

ম্যাচের পর ম্যাচ বাংলাদেশের ব্যাটাররা ডাক (শূন্য রানে আউট) মারার প্রতিযোগিতায় নেমে পড়ে। এই লজ্জার রেকর্ডের পরিসংখ্যানে বাংলাদেশ তাই সবার শীর্ষে। চলতি বছর বিশ্ব ক্রিকেটে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ডাক মারার ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ।

এই বছর বাংলাদেশি ব্যাটাররা ৩০ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজে চলমান টেস্টের প্রথম ইনিংসসহ সর্বশেষ ৪ ম্যাচ হিসেব করলে ২৬ জন ব্যাটারের ডাক মারার চিত্র দেখা যায়। ব্যাটারদের এমন ব্যাটিং ব্যর্থতার দরুণ দলও ভুগছে খুব বাজেভাবে।

আর তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনশেষে টাইগার ব্যাটারদের এক কঠিন বার্তা দিলেন বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সরাসরি না বললেও, বাজে ব্যাটিং করা ব্যাটারদের দল থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন সাকিব।

অ্যান্টিগা টেস্টের প্রথম দিন বাংলাদেশ ৩৩ ওভারের মধ্যে নিজের প্রথম ইনিংসে ১০৩ রান করে অলআউট হয়ে যায়। যেখানে টপ অর্ডারের মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক থেকে শুরু করে মোট ছয় ব্যাটার ডাক মেরেছেন। এরমধ্যে জয়, শান্ত এবং মুমিনুল সর্বশেষ চার ম্যাচে ছয়বার ফিরেছেন শূন্য রান করে।

ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সাকিব। ফিফটি হাঁকিয়ে ফিরেছেন ৫১ রান করে। তা-ও রান বাড়ানোর তাড়ার জন্যই। তাই দিন শেষে সাকিবের কাছে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন চলে আসে। জানতে চাওয়া হয়, নিয়মিত ব্যাটিংয়ের এমন দৈন্যদশার কারণ কী?

উত্তর দিতে গিয়ে আক্ষেপে হেসে দিয়ে সাকিব বলেন, ‘ব্যাখ্যা করার কোনো অপশনই তো আমি দেখি না। কোনোভাবেই এটা ব্যাখ্যা করা যাবে না। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না।’

এরপরই ব্যাটারদের প্রতি কঠিন বার্তা দিয়ে ছেটে ফেলার ইঙ্গিত দিয়ে সাকিব আরও যোগ করেন, ‘সাধারণত যেটা হয় যে, কোচ আর অধিনায়কের কাজটা খুব সহজ। ধরেন, কেউ পারফর্ম করল না আমি বাদ দিয়ে দিলাম। সবচেয়ে সহজ কাজটা হচ্ছে আমি যদি মনে করি, কোচ-ক্যাপ্টেন এবং সিলেক্টরদের জন্য। যে তুমি পারফর্ম করছো না, বাদ দিয়ে দিলাম।’

ব্যাটারদের এই ম্যাচের সেকেন্ড ইনিংসে ভালো খেলে প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার আহবান জানিয়ে সাকিব বলেন, ‘এখানে আসলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাওয়াই দিয়ে যাবে না। সো তাদের কাজটা তাদের করতে হবে।

ব্যর্থ হয়েছে হোপফুলি সেকেন্ড ইনিংসে এমনভাবে তারা কামব্যাক করবে যাতে আমরা… এই ব্যর্থতা যেন তারা এখন ভালোভাবে রিকভার করতে পারে, সেই চেষ্টাই থাকবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে