শনিবার, ১৮ জুন, ২০২২, ১২:১৮:২২

বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেটার কে? জানালেন মরগ্যান

বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেটার কে? জানালেন মরগ্যান

স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রানের বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। ওয়ানডে তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটেও এক ইনিংসে এতো রানের রেকর্ড নেই কোনো দলের। এই কীর্তি গড়ার পথে সেঞ্চুরি হাকিয়েছেন ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলার।

অন্য দুজনকে ছাড়িয়ে গেছেন বাটলার। ইনিংসের ৩০তম ওভারে চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলে। যেখানে ছিল সাত চারের সঙ্গে ১৪টি ছয়ের মার। মাত্র ৬৫ বলে দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে হয়েছেন দ্বিতীয় দ্রুততম ব্যাটার।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিজ দেশের অধিনায়কের কাছ থেকে বড় প্রশংসাই পেয়েছেন বাটলার। ইংল্যান্ডের অধিনায়কের মতে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে বাটলারই বিশ্বের সেরা ক্রিকেটার।

মরগ্যান বলেছেন, গত এক-দুই বছর ধরে সে (বাটলার) যেন নিজের আপন ভুবনে খেলছে। এটি দেখতে কখনও তিক্ততা আসবে না আমাদের। অসাধারণ ক্রিকেট খেলছে। সম্ভবত এখন সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার বাটলার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে