স্পোর্টস ডেস্ক : বাইশ গজের বাইরে হাজার বিতর্কও ক্রিস গেইলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি৷ কিছুদিন আগেই যাকে বিগ ব্যাশ থেকে নির্বাসিত করার কথা ভাবা হচ্ছিল, সেই বাঁ-হাতি ওপেনার সোমবার নজির গড়লেন৷ টি-টোয়েন্টিতে যুবরাজ সিংয়ের রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্যারিবিয়ান জায়ান্ট৷
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের সেই ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের চোখে জ্বল জ্বল করে৷ স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ছ'টা ছক্কা হাঁকানোর ভিডিও এখনও সোশ্যাল নেটওয়ার্কে জনপ্রিয়৷
মাত্র ১২ বলে অর্ধ-শতরান করেছিলেন পাঞ্জাবের রাজপুত্র৷ সোমবার মেলবোর্নে বিগ ব্যাশে সেই রেকর্ডই ছুঁলেন গেইল৷ তার চোখ ধাঁধানো ১২ বলের ইনিংস সাজানো ছিল সাতটা ছয় ও দু'টো চার দিয়ে৷
যুবরাজের মাইলস্টোন ছোঁয়ার পাশাপাশি বিগ ব্যাশের অতীত রেকর্ডও ভেঙে দিলেন গেইল৷ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশ লিগে এটাই দ্রুততম অর্ধ-শতরান৷ যদিও এদিন তার দল হারে ২৭ রানে৷
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম