সোমবার, ২০ জুন, ২০২২, ১২:১৬:৪৮

ওর ইনিংস থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিৎ: সাকিব

ওর ইনিংস থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিৎ: সাকিব

স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের সকালেই ৭ উইকেটের হার বরণ করে নেয় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণেই এই পরাজয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক নুরুল হাসান সোহান।

ওর ইনিংস থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিৎ বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান। ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর সাকিবের সঙ্গে সোহানের ১২৩ রানের জুটি ক্যারিবীয়দের আরেকবার ব্যাটিংয়ে নামানো নিশ্চিত করে। আরো বড় ইনিংস খেলতে না পারলেও নুরুল যেমন ব্যাটিং করেছেন, তাতেই অন্যদের জন্য তা ‘শিক্ষামূলক’ হয়ে উঠেছে বলে মনে করেন সাকিব।

সাকিব বলেন, ‘ওর ইনিংস থেকে অনেক কিছুই শেখার আছে। নুরুল ভীষণ চাপে ছিল। তার পরও সে নিজেকে মেলে ধরেছে এবং দারুণ দৃঢ়তা দেখিয়েছে। নুরুল যে পন্থায় ব্যাটিংটা করেছে, দলের অন্য ব্যাটাররাও সেটিই গ্রহণ করলে পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারবে।’

তবে বোলারদের প্রশংসায় কোনো কার্পণ্য করতে দেখা গেল না সাকিবকে। অধিনায়ক বলেন, ‘আমাদের সব বোলারই হৃদয় উজাড় করে দিয়ে বোলিং করেছে। বোলারদের নিয়ে কোনো অভিযোগ থাকার তাই কারণই নেই। ব্যাটিংই আসলে আমাদের ডুবিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে