স্পোর্টস ডেস্ক: এ বছরের জানুয়ারিতেই দিয়েছিলেন সুখবরটা। প্রথমবার বাবা হওয়ার আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন যুবরাজ সিং। আর এবার যুবরাজ ও হ্যাজেল কিচ প্রকাশ্যে আনলেন তাদের পুত্রসন্তানের ছবি, জানালেন ছেলের নামও।
বাবা দিবসে ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। জানালেন, ছেলের নাম রেখেছেন ওরিয়ন কিচ সিং। ভারতীয় টেনিসতারকা সানিয়া মির্জা জানিয়েছিলেন, তার ও শোয়েব মালিকের ছেলে বাবা ও মা উভয়ের পদবিই ব্যবহার করবে।
ছেলের নাম রাখেন ইজহান মির্জা মালিক। এবার যুবিও জানিয়ে দিলেন, ছেলের নামের সঙ্গে বাবা-মা, দুইজনের পরিচয়ই প্রকাশ পাবে। তাই হ্যাজেলের কিচ ও যুবরাজের সিং- দু’টি পদবিই দেওয়া হয়েছে ওরিয়নকে। ছবি পোস্ট হতেই তারকা দম্পতি ও তাদের সন্তানকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।