স্পোর্টস ডেস্ক : হ্যামট্রিংয়ের ইনজুরির জন্য দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিকুর রহিমকে। দেশের সেরা ব্যাটসম্যানকে দেখা যাবে না জিম্বাবুয়ের বিরুদ্ধে পরের দুই টি-২০ ম্যাচে। নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশ দলের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। তিনিও কাঁধের ইনজুরিতে ভুগছেন।
হয়তো পরের দুই ম্যাচে দেখা যাবে না তাকেও। পরীক্ষা-নিরীক্ষার এই সিরিজের পরের দুই ম্যাচে দেখা যেতে পারে নতুন দুই ক্রিকেটারকে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি সফরকারী জিম্বাবুয়ে। তারপরেও মুশফিক ও মুস্তাফিজের ইনজুরিকে একটা বড় সুযোগ হিসেবে দেখছেন জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর।
সাংবাদিকদের তিনি বলেন, ‘মুস্তাফিজুর খুব দুর্দান্ত এক বোলার। মুশফিক সেরা ব্যাটসম্যান। দুই জনের অনুপুস্থিতিতে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এখন দেখা যাক।’
২০০৩ সাল থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ডেভ হোয়াটমোর। তিনি যখন প্রথম দায়িত্ব নেন তখন বাংলাদেশ দলের অবস্থাও বর্তমান জিম্বাবুয়ে দলের মতো ছিল। দলে খুব বেশি পারফর্মার ছিল না। সেখান থেকে এই অবস্থায় এসেছে বাংলাদেশ।
মাশরাফিদের উন্নয়নের কথা বলতে গিয়ে হোয়াটমোর জানান, ‘বাংলাদেশের ভালো করার পেছনে অনেক কারণ আছে। এখানকার ক্রিকেট অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে আগের চেয়ে। ঘরোয়া ক্রিকেট হচ্ছে। যা ক্রিকেটের উন্নতির জন বড় সহায়ক।’ জিম্বাবুয়ের বর্তমান দলটি নিয়ে খুশি মনে হয়নি হোয়াটমোরকে। এখনো মাঠে সেরা একাদশ নামাতে পারছেন না তিনি। -বিডি প্রতিদিন
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম