মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ০৩:৩৬:১৫

আর্জেন্টিনার সঙ্গে খেলা নিয়ে ব্রাজিলকে যে নির্দেশ ফিফার

আর্জেন্টিনার সঙ্গে খেলা নিয়ে ব্রাজিলকে যে নির্দেশ ফিফার

স্পোর্টস ডেস্ক: অনেক চেষ্টা করেও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ‘গুরুত্বহীন’ ম্যাচটি এড়াতে পারছে না আর্জেন্টিনা। ফিফার নির্ধারিত সময়ই খেলতে হবে ‘বাতিল’ হওয়া সেই ম্যাচ। সেজন্য আগামী বুধবারের মধ্যে ব্রাজিলকে ম্যাচের ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

৫ সেপ্টেম্বর, ২০২১। ব্রাজিলের সাও পাওলোয় লাতিন আমেরিকান দুই প্রতিবেশী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। অথচ সমর্থকদের সেদিন ধ্রুপদী ফুটবলের প্রদর্শনীর বদলে সাক্ষী হতে হয় অনাকাঙ্ক্ষিত দৃশ্যের।

আর্জেন্টিনার চারজন খেলোয়াড় করোনার বিধি লঙ্ঘন করে ব্রাজিলে প্রবেশ করেছেন, এই অভিযোগে খেলা শুরুর মিনিট পাঁচেক পরেই মাঠে হানা দেয় ব্রাজিলের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। পণ্ড হয়ে যায় ম্যাচ।

ব্রাজিল এবং আর্জেন্টিনা যথাক্রমে লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম এবং দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তাদের বাতিল হওয়া সেই ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ম্যাচ আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা।

তবে ম্যাচ বাতিলের জন্য ব্রাজিলকে দায়ী করে আর্জেন্টিনা ম্যাচটি খেলতে বারংবার অনাগ্রহের কথা জানিয়েছে। ফিফার সিদ্ধান্তকে বিভিন্ন পর্যায়ে চ্যালেঞ্জও করেছে, তবে কোনো কিছুতেই কাজ হয়নি।

আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তাই ম্যাচটি খেলতেই হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে। আর বুধবারের মধ্যে সেই ম্যাচের ভেন্যু ঠিক করে ফিফাকে জানাতে হবে ব্রাজিলকে। ম্যাচ আয়োজনের জন্য তিনটি ভেন্যুর বিষয় পর্যালোচনা করছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

প্রথমটি হচ্ছে ইউরোপ, সেখানে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলার পর একটি আফ্রিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। এছাড়া যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদী দ্বৈরথ আয়োজনে আগ্রহী, তাই সেখানেও হতে পারে ম্যাচটি। ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সম্ভব না হলে ব্রাজিলেই ম্যাচটি আয়োজনের ভাবনা রয়েছে তাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে