বুধবার, ২২ জুন, ২০২২, ০১:২৫:০১

এমবাপেকে নিয়ে রীতিমতো বোমাই ফাটালেন পিএসজি সভাপতি

এমবাপেকে নিয়ে রীতিমতো বোমাই ফাটালেন পিএসজি সভাপতি

স্পোর্টস ডেস্ক: যাবে যাবে বলেও শেষ পর্যন্ত যাননি। শেষমেশ নতুন চুক্তিতে সই করে পিএসজিতেই থেকে যান কিলিয়ান এমবাপে। এবার এমবাপেকে নিয়ে রীতিমতো বোমাই ফাটালেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি, জানালেন এমবাপে কখনো পিএসজি ছেড়ে যেতেই চাননি। 

সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি গত গ্রীষ্মে রিয়ালের ১৮০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম সে পিএসজিতেই থাকতে চায়। আমি তাকে খুব ভালো করে চিনি। আমি জানি সে ও তার পরিবার কী চায়। আর তারা শুধুই টাকার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। সে এখানে থেকে গেছে, কারণ সে তার শহরের জন্য খেলতে চেয়েছে।’

এমবাপের এই ইউ-টার্নে রিয়াল মাদ্রিদ রীতিমতো ক্ষুব্ধই হয়েছিল। প্রতিক্রিয়া মিলেছে লা লিগা কর্তৃপক্ষেরও। হ্যাভিয়ের তেবাস তো উয়েফার কাছে অভিযোগই জানিয়ে বসেছেন; ‘অবৈধ’ উপায়ে পিএসজি রেখেছে এমবাপেকে, এই বলে। তিনি বলেছিলেন, এমবাপের এই সিদ্ধান্ত ফুটবলের জন্য অপমানকর। 

তার প্রতিক্রিয়ায় খেলাইফি বলেন, ‘আমরা যা করি, আমরা তা করি, কারণ আমরা জানি এটা আমরা করতে পারব। অন্য লিগ, ক্লাব, ফেডারেশন নিয়ে কথা বলব, এটা আমাদের কথা বলার ধরন নয়। আমরা কাউকে শিক্ষা দিচ্ছি না, কেউ আমাদের শিক্ষা দিক, এটাও আমরা চাই না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে