মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৪:৫০

‘মাশরাফিকে ভারত ক্রিকেট বোর্ড রেখে দিতে চেয়েছিল’

‘মাশরাফিকে ভারত ক্রিকেট বোর্ড রেখে দিতে চেয়েছিল’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে রেখে দিতে চেয়েছিলেন ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের (সিসিঅ্যান্ডএফসি)  ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের শীর্ষ এক কর্মকর্তা। এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

গতকাল (সোমবার) মাশরাফিকে নিয়ে লেখা  'মাশরাফি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন কথাই জানান।

ঘটনাটি ঘটেছিল মাশরাফির জাতীয় দলে অভিষেকের আগে। এরই মধ্যে খেলতে গিয়েছিলেন কলকাতাতে। আর মাশরাফিদের হয়ে নেতৃত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। সেবার দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে ক্লাবটির উর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়েন নড়াইল এক্সপ্রেস।

সেদিনের ঘটনা স্মৃতিচারণ করতে গিয়ে সুজন বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় একজন কর্মকর্তা নাম বলবো না তার। আমাকে ডেকে বললো, কাল তোমরা একটু ভালো খেইলো। উনি চলে যাওয়ার পর মাশরাফি প্রথম আমাকে জিজ্ঞেস করে চাচা উনি কি বললো? আমি বললাম যে আমাদেরকে ভালো করে খেলতে বললো। আমরা পুরো দল তখন ডিনার করছিলাম একসঙ্গে। নরম্যালি বললাম আমরা কাল আমাদের জিততে হবে এবং খুব ভালো ক্রিকেট খেলব। আমাদের কাছে খুব অপমানকর লেগেছিল কথাটা। প্রথম ম্যাচটি আমরা ৭ উইকেটে জিতি। ওর বোলিংটা মনে ছিল ১০ ওভারে ১৮ রান তিন উইকেট। তিন উইকেট তো মাশরাফি অনেক নিয়েছে। কিন্তু ওই দশ ওভারে ওই তিন ছিল বিশেষ কিছু।’

তিনি আরো বলেন, ‘ওই ম্যাচের পর আমার সঙ্গে বোর্ড কর্মকর্তার দেখা হয়েছিল সন্ধ্যায়। আমি নিজে গিয়ে উনাকে গিয়ে জিজ্ঞেস করলাম আমরা কি ভালো খেলতে পেরেছি? উনি সেদিন কিছু বলেনি। দ্বিতীয় ম্যাচেও আমরা আবারো জিতি আট উইকেটে। সেদিন মাশরাফি চার উইকেট নিয়েছি। তারপরে যেটা আমাদেরকে বলা হল, তোমরা এ ছেলেটাকে (মাশরাফি) রেখে যাও। আমাদের তো জোরে বল করে সেরকম বোলার নেই। আমাদের দলে এরকম একটা বোলার দরকার। আমি বললাম আমরা এতদিন পরে এমন একজন বোলার খুঁজে পেয়েছি। কিভাবে ওকে আপনাদের দিয়ে দেই।’

সর্বশেষ তিনি জানান, ‘মাশরাফির কাছে যখন যা চেয়েছি, দলের জন্য তিনি তাই দিয়েছে।’

১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে