মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৮:৪৬

বিশ্বকাপের জন্য টাইগারদের দল ঘোষণা, দেখে নিন কে আছে কে নেই

বিশ্বকাপের জন্য টাইগারদের দল ঘোষণা, দেখে নিন কে আছে কে নেই

স্পোর্টস ডেস্ক : টাইগারদের সামনে বিশ্বকাপের আসর। বাংলাদেশ এর আগে কোন দিন বিশ্বকাপের স্বাদ পায়নি। এবার দীর্ঘদিনের আফসোস পূরণের জন্যই সতর্কভাবে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড।

দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বেশ সময় নেয় বিসিবির নির্বাচকরা। বেশ চিন্তা ভাবনার পর ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য সেনাপতি করা হয়েছে নতুন মাশরাফি খ্যাত মেহেদি হাসান মিরাজকে। দেখে নিন বিসিবি ঘোষিত বিশ্বকাপ দলে কে আছে কে নেই-

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, সালেহ আহমেদ শাওন গাজী,  সাইফ হাসান, জাকির হোসেন, শফিউল হায়েত, মেহেদি হাসান রানা, মোহাম্মদ আব্দুল হালিম, জয়রাজ শেখ ইমন, আরিফুল ইসলাম জনি, সঞ্জিত সাহা, নাজমুল হোসেন শান্ত, সাইদ সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন।

১৫ তম ক্রিকেটার হিসাবে পিনাক ঘোষের নাম জানিয়েছে বিসিবি কর্মকর্তারা। প্রসঙ্গত, ২৭ জানুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে এই জমজমাট আসর। অস্ট্রেলিয়া অনেক ষড়যন্ত্র করেও ব্যর্থ হয় এই আসর নিয়ে।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে