মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৩:০৬

মুশফিকের চোট নিয়ে চিন্তা নেই

মুশফিকের চোট নিয়ে চিন্তা নেই

স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের আনন্দে সবাই মাতোয়ারা হলেও দলের দু’খেলোয়াড়ের ইনজুরিতে যাওয়াটা খানিকটা হলেও পীড়া দিয়েছে বিসিবিকে। পেসার মুস্তাফিজের চোট গুরুতর না হলেও শঙ্কা দেখা দিয়েছে মুশফিককে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে।

গতকাল সকালেই ঢাকা ফিরে আসেন মুশফিক। রাজধানীর একটি হাসপাতালে এমআরআই হয়েছে তার। রিপোর্ট পাওয়া যাবে মঙ্গলবার। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর কথায় আশ্বাস পাওয়া গেল। তিনি জানিয়েছেন খুব চিন্তিত হওয়ার কিছু নেই, ‘কাল রিপোর্ট পেলেই এ ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করা যাবে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে চোট খুব গুরুতর নয়। এক থেকে দুই সপ্তাহ বিশ্রাম নিলেই মুশফিক সুস্থ হয়ে উঠবেন।’

এখন শুধু দেখার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় দলের এই নির্ভরযোগ্য খেলোয়াড় কত তাড়াতাড়ি মাঠে ফেরেন।

১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে