মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৮:০০

যে কোনো সময় রাজনীতিতে নামতে পারেন মাশরাফি : হাথুরুসিংহে

যে কোনো সময় রাজনীতিতে নামতে পারেন মাশরাফি : হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক : আজগুবি তথ্যই যেন। বাংলাদেশের ক্রিকেট সেনাপতি মাশরাফি বিন মুর্তজা নাকি রাজনীতির মাঠে নামছেন। তাকে নিয়ে মজার ছলে কথা বলতে গিয়েই এই কথা বলেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি বলেন, মাশরাফির অনেক জনপ্রিয়তা। তিনি রাজনীতির জন্য মানানসই। যে কোনো সময় মাশরাফি রাজনীতিতে নামতে পারেন! মাশরাফিকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মজার ছলে এই কথা বলে আনন্দঘণ মুহূর্তের জন্ম দেন মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট গুরু।

মঞ্চে জাতীয় দলের কোচ আরো হাস্যরসের সৃষ্টি করেন। বারবার আহত হওয়া মাশরাফি যেভাবে খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন সেভাবে হাঁটেনও তিনি।

হাঁটার ঢংয়ে ঢংয়ে তিনি বলেন, খেলার মাঠে মাশরাফি শতভাগ নয় নিজেকে দুইশত ভাগ ঢেলে দেন।  প্রসঙ্গত, জাতীয় দলের কোচ নিছক মজার ছলেই এই কথা বলেছেন। খেলার মাঠের নায়ক মাশরাফির ইমরান খানের মত রাজনীতিবিধ হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা সেটা মাশরাফিই ভালো জানেন।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে