স্পোর্টস ডেস্ক : শুধু টাকা থাকলেই হয় না, মন থাকা চাই৷ চাই, সামাজিক দায়িত্ববোধ৷ ওরা সেই দায়িত্ববোধেরই পরিচয় দিলেন৷ ভারতের তেলেঙ্গানায় দরিদ্র কৃষকদের স্বার্থরক্ষায় ‘তেলেঙ্গানা জাগরুতি’ প্রকল্প নিয়েছিল তেলেঙ্গানা জাগরুতি সমিতি৷ এই প্রকল্পের কাজে সাহায্য করতে এগিয়ে এলেন টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা ও ক্রিকেটার প্রজ্ঞান ওঝা৷
তারা দায়িত্ব নিলেন ৯০টি কৃষক পরিবারের৷ তেলেঙ্গানা জাগরুতি কৃষক পরিবারকে মাসিক ৫০০০ হাজার টাকা করে সারা বছর অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে৷ রবিবার এই সংস্থার প্রেসিডেন্ট কে কবিতা কৃষকদের এই অর্থ সাহায্যে বিষয়টির কথা ঘোষণা করেন৷ অনুষ্ঠানে হাজির ছিলেন জ্বালা গুট্টা, প্রজ্ঞান ওঝা৷ সানিয়া নিজে হাজির থাকতে পারেননি৷ তবে তার মা নাসিমা মির্জা উপস্থিত ছিলেন৷
এই প্রকল্পে ৩ লাখ টাকা দিয়েছেন সানিয়া৷ প্রজ্ঞান ওঝা দিয়েছেন ২ লাখ আর জ্বালা গুট্টা ১ লাখ টাকা৷ কৃষকদের ওপরই নির্ভর করে আছে গোটা দেশ৷ অথচ তাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে৷ অর্থের সংস্থান করতে না পেরে দেশের নানান প্রান্তে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷ জ্বালা গুট্টা বলেছেন, ‘শুধু সেলিব্রিটিরা কেন? দেশের সাধারণ মানুষেরও উচিত কৃষকদের পাশে দাঁড়ানো৷ প্রচুর টাকা দিয়ে সাহায্য করতে হবে এমন নয়৷ যার, যতটুকু সামর্থ্য, সেটুকু করলেই চলবে৷’
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি