স্পোর্টস ডেস্ক: গতকাল (সোমবার) খুলনায় হোটেল সিটি ইনে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে লেখা বই ‘মাশরাফি’র মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সতীর্থদের নিয়ে মাশরাফির প্রশ্নত্তোর পর্ব রাখা হয়। সে সুবাধে মাশরাফিকে প্রশ্ন করার সুযোগ পান জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তিনি মাশরাফিকে জিজ্ঞেস করেন, ' আগে থেকেই জানতেন আপনি এই জায়গায় আসবেন? এমন প্রশ্ন শুনে মাশরাফি হেসে তাসকিনকে উত্তর করেন, ‘হিরো তোকে নিয়েও বই লেখা হবে।’
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর