মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ১০:৫২:৩১

গেইলের ১২ বলে হাফসেঞ্চুরির পর যা বললেন যুবরাজ

গেইলের ১২ বলে হাফসেঞ্চুরির পর যা বললেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে দানব বলে খ্যাত ক্রিস গেইল ১২ বলে হাঁকান হাফসেঞ্চুরি। যে কোনো ধরনের ক্রিকেটে এটাই দ্রুততম রান সংগ্রহের রেকর্ড।

২০০৭ সালে ১২ বলে হাফসেঞ্চুরি করেন যুবরাজ সিং। একই রেকর্ডে এখন দুইজন হলেও স্ট্রাইক রেটে যুবরাজকে ছাড়িয়ে গেছেন গেইল। ১২ বলে
২, ০, ৬,৬,৬,৬, ২,৬,৬,৪,১,৬ রানের হিসাবে গেইলের সংগ্রহ ৫১।

১২ বলে ০,৪,১,৪,৪,১,৬,৬,৬,৬,৬,৬ রানের হিসাবে যুবরাজের রান ছিল ৫০। গেইলকে নিয়ে ভয় ছিল যুবরাজের। গেইলের ১২ বলে হাফসেঞ্চুরি করার পরে বসে থাকতে পারেননি যুবরাজ সিং।

গেইলের হাফসেঞ্চুরি শেষে যুবরাজ সিংহ টুইট করে জানান, গেইলের ১২ বলে পঞ্চাশ করার খবর পেয়ে হতাশ হলাম। কাকা, এর পরের বার (অর্থাৎ ১২ বলে করা ৫০ রান) দশ বলে করে দেখাও। এর পরে যুবরাজ লিখেন, এবি ডি ভিলিয়ার্স না করে দেয় এটি।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে