স্পোর্টস ডেস্ক: বলতে হয় বাংলাদেশের ক্রিকেট দলের বদলে যাওয়ার পেছনে কোচার ডেভ হোয়াটমোরের ভূমিকা মনে রাখার মত।তার হাত দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়ার যাত্রা। সেই হোয়াইটমোর বাংলাদেশ ক্রিকেট দলের দারুণ এ শুভাকাংক্ষী।
তাই প্রতিপক্ষের কোচ হয়েও বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজের ইনজুরি নিয়ে উদ্বিগ্ন হন হোয়াটমোর।
জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে ভালো পারফরম্যান্সে থাকা দ্বিতীয় টি-টোয়েন্টির সময় কাঁধের ইনজুরিতে মাঠ ছাড়েন মুস্তাফিজুর। তাই পরবর্তীতে দুই টি-টোয়েন্টিতে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
মুস্তাফিজের জন্য উদ্বেগ প্রকাশ করে ডেভ হোয়াটমোর বলেন, ‘মুস্তাফিজুর অসাধারণ এক বোলার, দুর্দান্ত খেলোয়াড়। আশা করি তার চোট খুব একটা গুরুতর নয়, কারণ সে বয়সে একেবারেই তরুণ।’
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর