রবিবার, ২৬ জুন, ২০২২, ০৮:৪৪:২৩

ভারতীয় ক্রিকেট শিবিরের জন্য বড় ধাক্কা!

ভারতীয় ক্রিকেট শিবিরের জন্য বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: জানা গিয়েছে, কয়েকটি ধরেই তাঁর শরীরে ক'রোনার বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছিল। ভারতীয় ক্রিকেট দলে কো'ভিডের হানা। ক'রোনায় আক্রা'ন্ত রোহিত শর্মা। জানা গিয়েছে, কয়েকটি ধরেই তাঁর শরীরে করোনার বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছিল। 

এরপরেই শনিবার তাঁর কো'ভিড টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ এসেছে। BCCI-এর পক্ষ থেকে একটি টুইট করে তা জানানো হয়েছে। BCCI টুইটে লিখেছে, "আপাতত টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। 

BCCI-এর মেডিক্যাল টিম তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে।" ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কো'ভিডের হা'নায় চিন্তিত বিশেষজ্ঞমহল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হচ্ছে ১ জুলাই থেকে। ইংল্যান্ডে গিয়েছেন রোহিতও। কিন্তু, সেখানে এই বিপত্তি। প্রশ্ন উঠছে, ১ তারিখের আগে কি রোহিত সুস্থ হয়ে ২২ গজে ফিরতে পারবেন?

উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচ থেকেই দলে ছিলেন রোহিত। কিন্তু, শনিবার সাত উইকেট পড়ে যাওয়ার পরেও তিনি ব্যাট করতে আসেননি। প্রথম ইনিংসে Roman Walker তাঁকে আউট করেন। 

ইতিমধ্যেই চোটের কারণে বাইরে KL Rahul। ১ জুলাই থেকে পঞ্চম টেস্ট শুরু হচ্ছে। সেক্ষেত্রে রোহিত শর্মা অসুস্থ থাকা ভারতীয় ক্রিকেট শিবিরের জন্য বড় ধাক্কা। 

প্রসঙ্গত, ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রোহিত শর্মা। ৩৫ বছরের এই ক্রিকেটার ৯ হাজার ২৮৩ রান করেছেন ২২৩ ইনিংস এবং ২৩০ টি ম্যাচে। উল্লেখ্য, এই সপ্তাহেই ক'রোনায় আক্রা'ন্ত হয়েছিলেন Ravichandran Ashwin।

প্রসঙ্গত, ফের একবার ভারত সহ একাধিক দেশে চোখ রাঙাচ্ছে ক'রোনা'ভাইরাস। নিউজিল্যান্ডেও নতুন করে কো'ভিড সং'ক্রমণ বাড়ছে। ভারতে মার্চ মাসের পর থেকেই ক'রোনা সং'ক্রমণ দিন প্রতিদিন কমছিল। কিন্তু, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই চিত্রটা বদলাতে শুরু করে। দিন প্রতিদিন বাড়তে থাকে ক'রোনা সং'ক্রমণ।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে