স্পোর্টস ডেস্ক: একেবারে সব্যসাচী। ডান কি বাম দুটো হাতে একবারে সমান দক্ষতার সঙ্গে ব্যবহার করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠলেন ক্রিকেট বিশ্বের এক অলরাউন্ডার।
তিনি বাম হাতে ব্যাট করেন, কিন্তু বল করেন দুই হাতেই। আর ফিল্ডিংয়ের সময়ও প্রয়োজনমত বাম-ডান উভয় হাতে বল ছুঁড়তে পারদর্শী। এই ক্রিকেটারের নাম অক্ষয় কার্নেওয়ার।
চলমান বিজয় হাজারে ট্রফিতে একই ওভারে একবার ডান হাতে, তারপর বাম হাতে বল করে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।
ম্যাচের ১৫ তম ওভারে বরোদার বিরুদ্ধে প্রথম বলটা ডান হাতে করেন অক্ষয়। এর পরের বলটা বাম হাতে করেন তিনি। এই বলে এক রান নেন ব্যাটসম্যান।
এভাবে দুই হাতে বল করতে দেখে দর্শক ও ধারাভাষ্যকাররাও হতবাক হয়ে যান। ওই ওভারের চতুর্থ বলটা বাম হাতে করেন অক্ষয়। ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া সুইপ করতে গিয়ে ক্যাচ তোলেন। তথ্যসূত্র : জি নিউজ
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর