স্পোর্টস ডেস্ক: মাঠ কিংবা বাইরে সর্বত্র জনপ্রিয় পাকিস্তান জাতীয় টি২০ দলের তারকা ক্রিকেটার শহীদ খান আফ্রিদি। ক্রিকেট মাঠে তার উপস্থিতি গ্যালারিতে বাড়তি উত্তেজনা। কখন বল হাতে আবার কখনো ব্যাট হাতে আগুনের গোলা ছুটতে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
তবে তিনি শুধু ক্রিকেট মাঠেই শুধ সেরা হিসেবে বিবেচিত নন, বরং বাইরে শহিদ আফ্রিদি একজন ধার্মিক খেলোয়াড়। যিনি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও ধর্মীয় কাজে তার উপস্থিতি প্রায় মেলে। এছাড়া নামাজের ব্যাপারে তার কোন ছাড় নেই। খেলার ফাঁকে পাকিস্তান ক্রিকেট দল স্টেডিয়ামেই নামাজ আদায় করার দৃষ্টান্ত স্থাপন করেন বহু আগে।
বেশ কয়েক মাস আগে ভারতের বাসিন্দা বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তব্যপটু জাকের নায়েকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তদের শুভেচ্ছা ও সাধুবাদে সিক্ত হতে থাকেন আফ্রিদি।
তবে ওই ছবিটি কে বা কারা পোষ্ট করেছেন তা জানা যায়নি।
উল্লেখ্য, আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৪৯টি একদিনের আন্তর্জাতিক, ৫৬টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর