মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫৮:৩২

পাক-ভারত সিরিজ শুরু করা উচিত : মিসবাহ

পাক-ভারত সিরিজ শুরু করা উচিত : মিসবাহ

স্পোর্টস ডেস্ক : শাহরিয়ার খান, ওয়াসিম আক্রামের সুরে গলা মেলালেন মিসবাহ-উল-হক৷ পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক চাইছেন, ক্রিকেট থেকে দূরে থাক রাজনীতি৷ এবং শুরু হোক পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ৷ তিনি মনে করেন, খেলার সাথে রাজনীতির কোন সম্পর্ক থাকা উচিত নয়।

মিসবাহ বলছেন, ‘ক্রিকেট এবং রাজনীতিকে মিলিয়ে ফেলা একেবারেই ঠিক নয়৷ বরং অতীতে দেখা গেছে, দু দেশের মধ্যে চলা টেনশন কমাতে সাহায্য করেছে ক্রিকেট৷ আমি মনে করি, পাক-ভারত সিরিজ শুরু করা উচিত৷’ কিছুদিন আগে জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট খেলে ব্যাট তুলে রাখতে চান৷ সেই ইচ্ছে ফের শোনা গেল মিসবাহর কথায়৷

পাকিস্তানের এই ক্রিকেটার বলেন, ‘ভারত আর পাকিস্তানের মধ্যে যে সিরিজটা হওয়ার কথা ছিল, আশা করি সেটা হবে৷ শুধু সীমিত ওভারের ম্যাচেই নয়, টেস্টেও ভারতের বিরুদ্ধে খেলতে চাই আমরা৷ চাই, টেস্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে৷’

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে