মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ১২:০৬:৪৮

মেসি-নেইমার ইংরেজি না পারায় যা ঘটেছিল সেদিন

মেসি-নেইমার ইংরেজি না পারায় যা ঘটেছিল সেদিন

স্পোর্টস ডেস্ক: বেশ ঘটা করে পঞ্চমবারের মত লিওনেল মেসির হাতে উঠলো বর্ষসেরা পুরস্কার। সেদিন অনুষ্ঠানস্থলে ছিলেন বর্তমান ফুটবল বিশ্বের তিন মহা তারকা মেসি, নেইমার ও রোনালদো। কিন্তু মজার ব্যাপার হলো মেসি, নেইমার কেউই ইংরেজি বলতে না পারায় তাদের অনুবাদক হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করেন রোনালদো। আর ব্যালন ডি`অর মঞ্চে সাময়িকভাবে মেসির অনুবাদক হিসেবে কাজ করা এই রিয়াল তারকা মজা করে বলেছেন মেসি আমার কাছে ঋণী।

এ নিয়ে রোনালদো কৌতুক করে বলেন, ‘মঞ্চে মেসি-নেইমার ইংরেজিতে দক্ষ না হওয়ায় আমি তাদের অনুবাদক ছিলাম। আমি পরে তাদের বলেছি যে তোমাদের কথা যে অনুবাদ করে দিয়েছে সেই অর্থ দিতে ভুলো না কিন্তু।’ 

নিজের সাথে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক উল্লেখ করে রোনালদো আরো বলেন, ‘আমাদের মধ্যে সবসময় ভালো সম্পর্ক ছিল। কিন্তু গত কয়েক বছরে আমরা আরো ঘনিষ্ঠ হয়েছি। তবে সর্বশেষ আটটি ব্যালন ডি`অর ভাগাভাগি করে নেয়া এই দুইজনকে সমর্থকরা বন্ধুর চেয়ে বরং প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেই পছন্দ করে।’

১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে