সোমবার, ২৭ জুন, ২০২২, ১১:৩১:১০

কোহলিকে নিয়ে এমন জল্পনা! চাঞ্চল্যকর দাবি ছোটবেলার কোচের!

কোহলিকে নিয়ে এমন জল্পনা! চাঞ্চল্যকর দাবি ছোটবেলার কোচের!

স্পোর্টস ডেস্ক : ndia-England Fifth Test Match শুরু হচ্ছে ১ জুলাই থেকে। করো'না আক্রান্ত হওয়ায় এই ম্যাচে অনিশ্চিত Team India-র অধিনায়ক Rohit Sharma। এই পরিস্থিতিতে সিনিয়র ক্রিকেটার হিসেবে Virat Kohli-কে কি অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে? একটি ম্যাচের জন্য কি বিরাট কোহলি এই দায়িত্ব নেবেন? এ প্রসঙ্গে মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ Rajkumar Sharma।

গত বছর স্থগিত হয়ে যাওয়া India-England Test Series-এ অধিনায়ক ছিলেন Virat Kohli। কিন্তু এই সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি যখন হচ্ছে, ততদিনে ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তিনি এখন দলের একজন সাধারণ সদস্য। 

এখন অধিনায়ক Rohit Sharma। কিন্তু ক'রোনা আ'ক্রান্ত হওয়ায় রোহিত শর্মা এই টেস্টে খেলতে পারবেন কি না, সেটা এখন অনিশ্চিত। এই পরিস্থিতিতে বিরাট কি ফের অধিনায়ক হবেন? ক্রিকেটমহলে এই জল্পনা শুরু হয়েছে। 

কোহলিকে নিয়ে এমন জল্পনা! তবে বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মার চাঞ্চল্যকর দাবি! তিনি মনে করেন, বিরাট অধিনায়ক হবেন না। এর কারণ হিসেবে তিনি বলছেন, “ওকে বরখাস্ত করা হয়নি বা সরিয়ে দেওয়া হয়নি। ও নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেয়। তাই আমার মনে হয় ওকে ফের অধিনায়ক হিসেবে দেখা যাবে না। 

BCCI বা নির্বাচকরা কী করবেন আমি জানি না। বিরাট একজন টিমম্যান। ও চায় ভারতীয় দল ভালো খেলুক। দলের জন্য ও অবদান রাখতে চায়। আমার মনে হয় ও সেটা ভালোভাবেই করছে।”

বিরাটের ছোটবেলার কোচ আরও বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরানের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকতে হলেও, বিরাট চাপে নেই। ও কোনওদিন রেকর্ডের কথা ভেবে খেলে না। ভারতের জয়ে অবদান রাখাই ওর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ও যতদিন ভালো খেলছে এবং দলের জয়ে অবদান রাখছে, ততদিন ব্যক্তিগত মাইলফলকের কথা ভাবছে না।”

IPL, আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০০টিরও বেশি ইনিংসে শতরান পাননি বিরাট। ২০১৯-এর নভেম্বরে Eden Gardens-এ শেষবার শতরান করেন তিনি। তারপর থেকে আর শতরান করেননি তিনি। বড় রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে বিরাটের পাশেই দাঁড়িয়েছেন তাঁর ছোটবেলার কোচ। 

তিনি বলেছেন, “বিরাট ভালো খেলছে। অনুশীলন ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬০-এর মতো রান করেছে। ওকে দেখে মনে ভালো টাচে আছে। আমার মনে হচ্ছে আসন্ন সিরিজে ও ভালো খেলবে। বিরাট এমন একজন খেলোয়াড়, যে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিংয়ের ধরন বদলানোর চেষ্টা করে। 

ও যাতে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, তার জন্য নিজের ব্যাটিংয়ে কিছু শট যোগ করার চেষ্টা করতে থাকে। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারাই ওর সবচেয়ে বড় শক্তি। ও এখন সেটাই করছে। ওর সঙ্গে আমার মাঝেমধ্যেই কথা হয়। তবে ওকে বিশেষ কোনও পরামর্শ দেওয়ার নেই। কারণ ও ভালো খেলছে।”-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে