মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ০৩:৪১:৩২

এই সিরিজেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন সাকিব

এই সিরিজেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। 

২-০ ব্যবধানে হারা এই সিরিজেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা জানতাম যে এই সিরিজটা খুবই কঠিন হবে। এই সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে।’

সাকিব বলেন, আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে। সেরকম হতে পারলে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হতে পারব। আমি বিশ্বাস করি, সব বড় দলের বিপক্ষে আমাদের লড়াই করার সামর্থ্য আছে।

বোলারদের নিয়ে অধিনায়ক বলেন, ‘পেস বোলিং গত ৩-৪ বছরে আমাদের সবচেয়ে উন্নতির একটা দিক। আমরা দারুণ কিছু পেসার পেয়েছি, যাদের কাজের একাগ্রতা অনেক। খালেদ ৫ উইকেট নিয়েছে, এবাদত সম্প্রতি ৫ উইকেট নিয়েছে। এর আগে কবে পেসাররা ৫ উইকেট নিয়েছিল আমি মনে করতে পারি না। যেটা বললাম ইতিবাচক কিছু দিক আছে।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে