স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের দীর্ঘদিনের ক্যাপ্টেন ছিলেন মুশফিকুর রহিম। দেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বিশেষ চেয়ারে আসে নাটকীয় পরিবর্তন।
তার স্বপ্নের চেয়ারে অন্যএক টাইগার ক্রিকেটার। বিসিবির সিদ্ধান্তে মুশফিকের চেয়ারে বসে স্বপের নানা কথা জানালেন এই নতুন মুখ। ২০১৬ সালের শুরুতেই নাটকীয় পরিবর্তন আনার বিষয়টি হাতে নেয় বিসিবি।
উইকেটকিপার হিসাবে মুশফিকুর রহিমের চেয়ারে বসেছেন দলের নতুন ক্রিকেটার নুরুল হাসান সোহান। দেশের ক্রিকেটের এই নতুনমুখকে নিয়ে স্বপ্নের কথা বলেছেন স্বয়ং তার কোচ।
বিসিবির কোচ সালাউদ্দিনের প্রত্যাশা দেশের উইকেটকিপার হয়ে অ্যাডাম গিলক্রিস্ট হবেন তিনি। সোহান ফার্স্ট বোলার হতে চেয়েছিলেন। কিন্তু কোচের প্রত্যাশার কারণেই তিনি এখন জাতীয় দলের উইকেটকিপার।
সোহানও চান গিলক্রিস্টের মত ভালো উইকেটকিপার হওয়ার। সোহান দুটি ম্যাচে কিপিং করে বেশ ভালোই ঝলক দেখিয়েছেন। মুশফিকসহ লিটন দাসকে টেক্কা দিয়ে জাতীয়দলের কিপিংয়ে থাকার চ্যালেঞ্জ তার সামনে।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর