মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ১২:৪৬:২৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষণা, দলে ভিন্ন চমক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষণা, দলে ভিন্ন চমক

স্পোর্টস ডেস্ক : ওয়ানডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজে ভালো করতে করতে পারেনি ভারত। টানা ৩টি ম্যাচে হেরে গেছে কোহলিরা।

অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণায় বড় পরিবর্তন আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখানে রয়েছে নাটকের পর চমক। দলের মূল চমক যুবরাজ সিং।

দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে খেলবেন তিনি। হরভজন সিংকেও ডাক দেয়া হয়েছে টি-টোয়েন্টি দলে। দলের নেয়া হয়েছে এক নতুন মুখকে। তার নাম জসপ্রিত ভুমরা।

দেখে নিন ভারতের টি২০ স্কোয়াড : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাজেদা, হরভজন সিং, উমেশ যাদব,  হারডিক পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা ও  জসপ্রিত ভুমরা।

প্রসঙ্গত, মোহাম্মদ সামি ইনজুরি সেরে উঠতে না পারায় দলে নেই তিনি। সামির যায়গায় জসপ্রিত ভুমরার অভিষেক হতে যাচ্ছে।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে