স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের জন্য মাঠে নামবেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ টানা দুটি ম্যাচে জয়পায়। বুধবার সিরিজ জয়ের জন্য খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নামবে দুই দেশ।
মাঠের নামার আগে বাস্তব জীবনের নানা দিক নিয়ে কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত নক্ষত্রের কাছে জানতে চাওয়া হয় তার কাছে জীবন কী?
মাশরাফি এ বিষয়ে বলেন, জীবন মানে আমার কাছে উপভোগ করা। মাশরাফি এ সময় বলেন, শুধু ক্রিকেটই তার কাছে ভালো লাগার যায়গা। জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন সামাজিকতা রক্ষা করা।
মাশরাফি বলেন, ক্রিকেট জীবনে কতটি উইকেট পেলেন আর কি করলেন একদিন কিছুই থাকবে না। জীবনে আপনি অন্যদের কতটা ভালোবাসতে পেরেছেন আর পারেননি এটাই অনেক কিছু। এখানেই জীবনের স্বার্থকতা।
খুলনায় মিডিয়ার কাছে ক্রিকেট প্রসঙ্গের বাইরে গিয়ে বাস্তব জীবন নিয়ে খানিকটা মুখ খুলেন মাশরাফি বিন মুর্তজা।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর