মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০১:১৫:০৩

মাঠে ফিরছেন মেসি

মাঠে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক: গত (রোববার) রাতে অ্যাটলেটিকো বিলবাওকে ৬-০ গোলে বিশাল জয়েও মেসির ইনজুরিতে বেশ অস্বস্তিতে ছিল ক্লাব বার্সা। তবে এই যাত্রায় বেঁচে গেলেন কোচ এনরিকের সেরা সৈনিক। এছাড়া তাকে নিয়ে ভক্ত-সমর্থকদের উদ্বেগের কোন কারণ নেই। কারণ স্ক্যান রিপোর্টে বার্সা তারকার কোনো ইনজুরি ধরা পড়েনি।

স্ক্যান রিপোর্ট অনুযায়ী,  মেসি খানিকটা ফিটনেস সমস্যায় ভুগছেন। তবে আশা করা হচ্ছে, বিলবাওয়ের বিপক্ষে পূর্ণ ফিটনেস নিয়েই মাঠে নামবেন মেসি। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিলবাওয়ের মাঠে বাংলাদেশ সময় বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে রোববার অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন মেসি। তাই দ্বিতীয়ার্ধে দলের সেরা তারকাকে আর মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ লুইস এনরিক।

১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে