স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটানোর পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। তাকে যেভাবে দলে নেয়া হয়েছে সেই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন ইউনিস খান। পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান মনে করেন, আমিরকে দলে নিতে গণভোটের আয়োজন করা উচিত ছিল। এছাড়া বলেন, তার (আমির) কারণেই পাকিস্তানের ক্রিকেট দু’ভাগে বিভক্ত হয়ে গেছে।
বর্তমানে তিনি দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন। কিন্তু ইউনিসের মনে হচ্ছে আমিরকে দলে নেয়ায় পাকিস্তান ক্রিকেট দল ও গোটা জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বিতর্ক এড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভোটের ব্যবস্থা করতে পারত।
আবার সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়া ইয়াসির শাহ্ সর্ম্পকেও মুখ খুলেন তিনি । দাবি তুলেন, ইয়াসির সত্যিটা লুকাচ্ছেন।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর