স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমি-ফাইনালের ম্যাচে সফরকারী বাইরানের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ ফুটবল দল। আর মামুনুলদের এমন ব্যর্থতার দায় ভার নিজের কাঁধে নিলেন জাতীয় দলের কোচ মারুফুল হক। তিনি মনে করছেন তার কোচিংয়ে কোথায়ও হয়ত ভুল ছিল বলেই বাংলাদেশ হেরেছে।
গতকাল ম্যাচ শেষ কোচ মারুফুল হক বলেন, ‘আসলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর ছেলেরা মানসিকভাবে ডাউন ছিল। আমি তাদের অনুপ্রাণিত করতে চেষ্টা করেছি। কাজও হচ্ছিল। কিন্তু চোটের কারণে আমি আজ সেরা টিম খেলাতে পারিনি। তবে এক কথায় ব্যর্থতা আমারই। দায়টা আমি নিচ্ছি।’
তিনি বলেন, ‘খেলোয়াড়রা চেষ্টার পরও পারছে না। এখানে আমার হয়তো কোথায়ও ভুল ছিল।’
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর