মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৩:৪৩:৪৭

ঘুরে দাঁড়াতে চান সৌম্য

ঘুরে দাঁড়াতে চান সৌম্য

স্পোর্টস ডেস্ক: বেশ কয়েক ম্যাচ ধরে পারফরম্যান্সহীনতায় ভুগছিলেন বাংলাদেশ জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সৌম্য সরকার। সেই দক্ষিণ আফ্রিকা সিরিজ-ঘরোয়া লিগ এবং সর্বশেষ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

কিন্তু সর্বশেষ সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজ দিয়ে পুনরায় ফর্মে ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সৌম্যের ব্যাটে। এ সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চান সৌম্য। দুঃসময় পিছে পেলে সামনের দিকে এগিয়ে যেতে চান এই বাঁহাতি।

মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সৌম্য বলেন, ‘সত্য কথা বলতে প্রথম দিকে ভাবতাম ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স নিয়ে। এখন ওই জিনিসটা ভুলে গেছি। এখন যদি সমস্যার কথা চিন্তা করি তাহলে আমার নিজের ব্যাটিংয়ের মনযোগ নষ্ট হয়ে যাবে। ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করেছি যে নিজের কোনটাতে ভালো হয়। আগে যেটা হয়নি সেটা নিয়ে ভাবতে চাচ্ছি না, পেছনে তাকাতে চাচ্ছি না। ওটা নিয়ে ভাবতে গিয়ে যদি নিজের ব্যাটিংটাকে নষ্ট করে ফেলি তাহলে আমারই ক্ষতি হয়ে যাবে।’

অভিষেকের শুরুতে জাতীয় দলের হয়ে তিনে ব্যাট হাতে নামলেও গেল বিশ্বকাপের পর থেকে ওপেনিংয়ে নামছেন সৌম্য। আর পজিশনে খেলে মোটামুটি রানও পাচ্ছেন।তবে এ পজিজনে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুরুটা করেছিলাম ওয়ান ডাউনে। কিন্তু এখন ওপেন করছি। তাই ওপেন নিয়েই এখন চিন্তা। আর যদি দলের স্বার্থে আমাকে পরিবর্তন করায় তাহলে আমাকে তাই করতে হবে। তবে নিজের এখনো ওরকম কোনো চিন্তা নেই।’

১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে