মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৩:৪৬:০৭

দল থেকে বাদ পড়ার জবাব মাঠেই দিলেন নাসির

দল থেকে বাদ পড়ার জবাব মাঠেই দিলেন নাসির

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার নাসির হোসেনের মত আক্ষেপ থাকার কথা নয় অন্য কোনো ক্রিকেটারের। জাতীয় দলের স্কোয়াডে নেই তিনি। ফলে জাতীয় লিগে মাঠে নামেন নাসির হোসেন।

দল থেকে বাদ পড়ার অবর্ণনীয় কষ্টের জবাবটা মাঠে দেয়ার জন্য মঙ্গলবার সকালে মাঠে নামেন জাতীয় দলের মিষ্টার পারফেক্ট ফিনিসার নাসির হোসেন।

বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইস্ট জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামেন মিষ্টার ফিনিসার। প্রতিপক্ষের ওপেনার ব্যাটসম্যান সাদমানকে ফেরান নাসির।

অপর ওপেনার লিটন দাসকেও ক্যাচ আউট করেন তিনি। নাসির হোসেন আরও একটি উইকেট শিকার করেন। ইরফান শুক্কুরকে তার পাঁচ রানের মাথায় আউট করেন অলরাউন্ডার নাসির হোসেন।

নাসিরের ব্যক্তিগত ৪ ওভারের সময় এই পারফর্ম ছিল তার। ভালো অবস্থায় নেই নর্থজোন। ১৬৬ রানে ৬টি উইকেট হারিয়ে বিপদে নর্থ জোন। নাসির ঝলকের ম্যাচে সানজামুলও দুটি উইকেট শিকার করে ধস নামান প্রতিপক্ষ শিবিরে।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর


   

 

 
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে