স্পোর্টস ডেস্ক: নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আবু সালেহ মোহাম্মদ শাওন। তাই তাকে সঙ্গে সঙ্গে চট্টগ্রামের স্থানীয় ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তবে বর্তমানে তার অবস্থা ভালো এবং চোট বেশ গুরুতর নয় বলে জানিয়েছেন যুবদলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আঘাত গুরুতর নয়। সুস্থ আছেন শাওন। তাকে সন্ধ্যার মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর