মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৪:৪৯:০৫

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হতে পারে যে ৩ নতুন মুখের

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হতে পারে যে ৩ নতুন মুখের

স্পোর্টস ডেস্ক : আগামীকাল (বুধবার) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অভিষেক হচ্ছে সদ্য দলে ডাক পাওয়া ক্রিকেটারের। অভিষেক হওয়ার অপেক্ষায় রয়েছেন ৩জন টাইগার ক্রিকেটার। এই ৩ টাইগারের প্রসঙ্গ নিয়েই এই প্রতিবেদন। বিপিএলের সুবাধে জাতীয় দলে ডাক পান আবু হায়দার রনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই অভিষেক হওয়ার কথা ছিল তার। এখন সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা রনির। মুস্তাফিজুরের ভূমিকায় দেখা যেতে পারে আবু দায়দার রনিতে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য দলে আরো দুই নতুন মুখকে ডাক দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা হলেন, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন। বুধবার একই সাথে অভিষেক হতে পারে এই ৩ ক্রিকেটারের। এদের মধ্যে রনির অভিষেক প্রায় নিশ্চিত। অন্যদের মধ্যে ইমরুলকে না নেয়া হলে প্রতিভাবান ব্যাটসম্যান মোসাদ্দেককে একাদশে সুযোগ হতে পারে তার। ১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে