মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৮:৩১

‘টেট হতে পারে টি-২০ বিশ্বকাপের সেরা অস্ত্র’

‘টেট হতে পারে টি-২০ বিশ্বকাপের সেরা অস্ত্র’

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটি অনুষ্ঠিতব্য হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাজি ধরেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কে হতে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সেরা অস্ত্র।

ঘরে মাটিতে বিগ ব্যাশ লিগে দুরন্ত খেলা দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা পেয়েছেন শন টেট। তাই আসন্ন টি-২০ দলে সুযোগ পেতে পারেন তিনি। তবে ইতিমধ্যে টেটকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডে নানা জল্পন- কল্পনা শুরু হয়ে গেছে। সকলে বলছেন, টি-২০ বিশ্বকাপের আগে অজি দলের টেট সারপ্রাইজ সিলেকশন।   

জেসন গিলেসপি শন টেট কে নিয়ে উপরে বাজি ধরছেন, তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলে নিয়মিত নন। আসন্ন টি-২০ বিশ্বকাপে টেট হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ার প্রধান শক্তি।

জেসন গিলেসপি যিনি নিজের সেরা সময়ে একাধিকবার বিপদে ফেলেছিলেন ভারতীয় ব্যাটিং লাইন আপ-কে। গিলেসপি বলেছেন, টেট যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে জায়গা পায়, তা হলে টেট হয়ে উঠতে পারে সেরা অস্ত্র।

টেটের হয়ে প্রায় একই কথা বলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সাবেক ক্রিকেটার ক্যামেরন হোয়াইট। তাঁর কথায়, আমি মনে করি, এখনও ও অস্ট্রেলিয়ার দ্রুততম। এমন একজন আক্রমণাত্মক বোলার দলে থাকা ভাল।
১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে