স্পোর্টস ডেস্ক:ব্যাট হাতে জাতীয় দলের হয়ে সৌম্যকে দিতে হবে দশে-দশ। ঘরোয়া ক্রিকেটে মাঝে-মাঝে ব্যর্থতার পরিচয় দিলেও জাতীয় দলের হয়ে জ্বলে উঠতে ভুলেন না খুলনার এই হার্ডহিটার।
তবে এবার বল হাতেও দেখা যাবে তাকে। সৌম্য অবশ্য বিষয়টি নিয়ে ভাবছেন। বল হাতে শুরু করার সময়টাও স্থির করে ফেলেছেন এরইমধ্যে। আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ থেকেই বোলিং শুরু করবেন তিনি। এর আগে অবশ্যই চাই পুরোপুরি ফিট। তাই সেদিকেই দৃষ্টি তার।
মঙ্গলবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে ঠিক এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ব্যাটসম্যান। নিজের বোলিং নিয়ে বলছেন, ‘বোলিং নিয়ে পরিকল্পনা করব পুরোপুরি সুস্থ হওয়ার পর। এশিয়া কাপ ও বিশ্বকাপে শুরু করার ইচ্ছা আছে।’
জিম্বাবুয়ের সঙ্গে চলতি টি২০ নিয়ে সৌম্যের মুখে শোনা গেল আশার বানী। জানালেন, ‘অল্প ওভারের খেলা। কার দিকে কখন যে মোমেন্টাম যাবে তা বলা মুশকিল। আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে আমাদের পক্ষেই ম্যাচ যাবে।’
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর