স্পোর্টস ডেস্ক: ক্রীড়াঙ্গনে প্রতিদিনেই রেকর্ড আসে রেকর্ড ভেঙে যায়। এর ধারাবাহিকতায় নারী সাঁতারে চলে এলো আরো একটি নয়া বিশ্বরেকর্ড। মাত্র ৮ মিনিটে ৮০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে নয়া বিশ্বরেকর্ড গড়ছেন মার্কিন সাঁতারু কেটি লেডেকি।
সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে, অস্টিনে প্রো সুইম সিরিজে ৮ মিনিট ৬ দশমিক ছয় আট সেকেন্ডে সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন এই তরুণ সাঁতারু।
এর আগে ২০১৫ রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮ মিনিট ৭ দশমিক তিন নয় সেকেন্ড সময় নিয়ে ৮০০ মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়েছিলেন কেটি লেডেকি। এক বছরের কম সময়ের মধ্যে নিজের রেকর্ডটি ভাঙ্গলেন ১৮ বছর বয়সী এই তরুণ সাঁতারু।
নিজের আগে রেকর্ডটা ভেঙে দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ার নারীদের মধ্যে সর্বকালের দ্রুততম সাঁতারু হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন লেডিকি।
১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস